ক্যপশন যখন কথা বলে, সাকিব আল হাসানও বিদায়?

 



সবারটা আবেগঘন হলেও, সাকিবের ক্যাপশনে যেন ফানি  আভাস পাওয়া যায়।


ধারাবাহিকতা বজায় রেখে তামিমের পরে সাকিও ফেসবুকে পোস্ট করলেন।  তবে সবার তুলনায়, সাকিবের ক্যাপশনে ভিন্নতা দেখা যায়।  যেন একটা মজা করার পোস্ট। 

আবার এমন ও হতে পারে, এটা প্রধানমন্ত্রীর প্রমোশনের অপেক্ষা।  এমন ও হতে পারে, দর্শকদের শাড়া যাগানো।

এখনি স্পস্ট বলা যায় না, সাথেই থাকুন, আগামীতে বিস্তারিত জানাবো।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url